ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ।
D.K. Ideal Syed Atahar Ali Academy & College.
ডাসার, মাদারীপুর - ইআইআইএন ১১০৭১৮
ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ।
D.K. Ideal Syed Atahar Ali Academy & College.
ডাসার, মাদারীপুর - ইআইআইএন ১১০৭১৮
শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং তার প্রয়োগের ক্ষেত্রে সহায়তা দানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শিক্ষাই জাতির উন্নতি, অগ্রগতি ও বিকাশের একমাত্র মাধ্যম। এসব স্মরণ রেখে এ প্রতিষ্ঠানের শুভযাত্রা। প্রচলিত শিক্ষার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মকে সত্যিকারের মানুষ গড়ার লক্ষ্যে ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজপ্রতিষ্ঠানটি স্থাপন করে। সর্বোপরি প্রতিষ্ঠানটি আদর্শ মানুষ গড়ার অনন্য সাধনায় রত।
পরিচালনা পর্ষদের সুযোগ্য দিক নির্দেশনা ও পরিচালনা এবং শিক্ষক-কর্মচারিদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ প্রতিষ্ঠান নিঃসন্দেহে উপজেলা পর্যায়ে গৌরবোজ্জ্বল আসন লাভ করতে সক্ষম হয়েছে। ছাত্র-ছাত্রীদের সার্বিক উৎকর্ষ সাধন এবং প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য পরিচালনা পর্ষদ এবং স্কুল ও কলেজের শিক্ষকমন্ডলি সদা সচেষ্ট। আমাদের দৃঢ় প্রত্যাশা, অত্র প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বস্ত ও মানবিক চেতনার বিকাশ ঘটিয়ে জাতীয় অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবে।
মোহাম্মদ মারুফুর রশিদ খান, সম্মানিত জেলা প্রশাসক, মাদারীপুর ও সভাপতি, কলেজ গভর্নিং বডি।
Today | 20 |
---|---|
This Week | 220 |
This Month | 327 |
This Year | 23746 |
Total | 26364 |